‘আমার মরা বাবারে কেমনে আসামি করল তারা’
হত্যা মামলায় আসামির তালিকায় নিজের বাবার নাম দেখে শ্যামলী আক্তার বলছিলেন, ‘আমার মরা বাবারে কেমনে আসামি করল তারা। আমার বাবা মারা গেছে। ওনার নামে মামলা হওয়ারই কথা না। ওরা জানার পরও মিথ্যা মামলা দিল। ঘটনার দিন তো আমার বাবা বাড়িতে ছিলেন, কোথাও যাননি। মৃত্যুর কয়েক দিন আগে আমার বাবা আমাকে বলছিলেন তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা…